বিভিন্ন হট লাইনে কল দিয়ে সাড়া পাননি অসুস্থ ব্যক্তির স্ত্রী। প্রচন্ড জ্বর, ব্যথা। মরণঘাতি করোনার উপসর্গ। করোনা রোগী সন্দেহে এগিয়ে যাননি প্রতিবেশীরাও। তারপর বিনা চিকিৎসাতেই মৃত্যু ঘটে পঞ্চাশ বছর বয়সী ওই ব্যবসায়ীর। এখানেই শেষ না। তার লাশ দাফন নিয়ে ঘটে দেখা দেয় বিপত্তি। কিছুতেই লাশটি সেখানে দাফন করতে দেবে না গ্রামবাসী।

এ ঘটনাটি ঘটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামে।

হৃদয়বিদারক এই ঘটনার কথা ফেসবুকে প্রকাশ করেছেন বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত এ খুদা। একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটি লাশ দাফন করে এভাবে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে তা কখনো ভাবিনি। মানুষের মাঝে মানবিকতা জাগাতে এতটা গলদঘর্ম হতে হবে, তা কখনো জানা ছিল না। সকাল থেকেই নানা বাধা-বিপত্তি আর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ রাত পৌনে ৮টার সময় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে পুলিশের উদ্যোগেই লাশের দাফন সম্পন্ন করা হলো।’

দাফনে বাধা দেয়া প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘দাফন কাজে বাধা দেওয়ার খবর শোনা মাত্রই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত দুই প্লাটুন স্পেশাল আর্মড ফোর্স প্রেরণ করা হয়। কয়েকজন দুষ্ট লোক এলাকায় ভুল বুঝিয়ে কয়েক হাজার লোক জড়ো করেন! শিবগঞ্জ থানার ওসি  মিজানুর রহমান মানুষকে বুঝিয়ে ঘরে ফেরান। কিন্তু কবর খোড়ার লোক কোথায়? শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আর এসআই আহসান আরো দুইজনকে সাথে নিয়ে শুরু করেন কবর খুড়তে। অবশেষে লাশ দাফন হলো! একজন ব্যক্তি পেল তার মৃতদেহের সঠিক মর্যাদা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দোয়া পড়লাম।’

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের এক ভাড়াবাসায় মারা যান কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল দক্ষিণপাড়ার এ বাসিন্দা। তার মৃত্যুর পর ওই বাড়িটিসহ ১০টি বাড়ি লক-ডাউন  করেছে প্রশাসন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031