ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একের পর এক ঋণ কেলেঙ্কারির ঘটনায় সরকার ‘চিন্তিত’ বলে জানিয়েছেন । গতকাল সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় বক্তব্যে তিনি বলেন, এ খাতের লুটপাট নিয়ে আমরা খুবই চিন্তিত। এটা যাতে আর না হয়, এজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তদন্ত চালাচ্ছি এবং তদন্তের পরে মামলা হচ্ছে। সংসদে আজ একাধিক এমপি ব্যাংক খাতে ‘লুটপাট’ নিয়ে বক্তব্য দেন। সংসদ সদস্যদের এই উদ্বেগ দেখে অর্থমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, বেসিক ব্যাংকের ক্ষেত্রে সবগুলো মামলা এখনও হয়নি। এই রিপোর্টটি দুদকের কাছে আছে। তবে আপনারা নিশ্চিত থাকেন, যেসব লোকের বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং তদন্তে দোষী প্রমাণিত হয়েছে তাদের সকলকেই দুদক মামলার আওতায় নিয়ে আসবে।