মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে দুই শিশু সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে রাজধানীর মিরপুরে ।
শনিবার ভোরে বাউনিয়া বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কল্পনা আক্তার ও তার দুই সন্তান জান্নাত ও কাউসার
ফায়ার সার্ভিস সদর দফপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, শনিবার ভোর সোয়া চারটার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণের পরে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মশরা কয়েল থেকে ঘরে আগুন লেগেছে। মৃতদের লাশগুলো উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।