ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় । শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাণ্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনের স্কুল শিক্ষিকা মাহফুজা পারভিন (৩৫) পুড়ে মারা গেছেন। এ ঘটনায় বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ।

ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিন পূর্ব ভাণ্ডারিয়ার মৃত আব্দুল ওহাব মাওলার ছেলে মামুন হোসেনের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। এলাকার লোকজন ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় সেয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় বসতঘরে থাকা মাহাফুজা পারভীন আগুনে দগ্ধ হয়ে মারা যান।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফারুক হোসেন হাওলাদার এ প্রতিবেদককে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা এবং উদ্ধার ৪০ লাখ টাকা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031