উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ রোধ করতে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের ১২ পরিবারকে লকডাউন করেছে । সেখানে একজন রোগীর মাঝে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, বাঘাইছড়ি পৌরসভায় ২নং ওয়ার্ডে একজন আনসার সদস্য সম্প্রতি ঢাকা থেকে বাঘাইছড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররা তার প্রাথমিক লক্ষণ দেখে করোনার আশঙ্কা করছেন। এ অবস্থায় শনিবার দুপুরে সরজেমিন পরিদর্শন করে এলাকাটির ভুক্তভোগী পরিবারসহ আশপাশের ১২টি পরিবারকে লকডাউন ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মানুষের চলাফেরা নিয়ন্ত্রণে বর্তমানে এলাকা সীমানায় সেনা, বিজিবি ও পুলিশ মোতায়ন করা হয়েছে।