ঢাকা : ব্রাজিল আগামী আগস্টে নিজেদের দেশে অনুষ্ঠেয় অলিম্পিক আসরকে সামনে রেখে পূর্ণাঙ্গ ফুটবল স্কোয়াড ঘোষণা করেছে । এই স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে বার্সেলোনা সুপারস্টার নেইমারকে। রাখা হয়েছে ডগলাস কস্তা ও ৩৭ বছর বয়সী গোলরক্ষক প্রাসকেও।
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচ রোজারিও মিকালের এই স্কোয়াড থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন থিয়াগো সিলভা। কারণ, প্রতিটি দল মাত্র তিনজন অতিরিক্ত বয়সী খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে। কোচ এক্ষেত্রে নেইমার, কস্তা ও প্রাসকে বেছে নিয়েছেন।
অলিম্পিকে ব্রাজিল এখনও স্বর্ণ জিততে পারেনি। তাই এবার ঘরের মাটিতে অনুষ্ঠেয় আসরে স্বর্ণ নিজেদের করে নিতে চাই স্বাগতিকরা। সেই লক্ষ্যে সদ্য সমাপ্ত কোপা আমেরিকার আসরে নেইমারকে খেলায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
অলিম্পিক স্কোয়াডে কমপক্ষে ১৫জন খেলোয়াড়ের বয়স থাকতে হবে ২৩ বছরের নিচে। সর্বোচ্চ তিনজন অতিরিক্ত বয়সী খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে একটি দল।
রিও অলিম্পিকে ব্রাজিলের ফুল স্কোয়াড:
গোলরক্ষক: ফার্নান্দো প্রাস, উইলসন।
ডিফেন্ডার্স: লুয়ান, রদ্রিগো কাইও, মারকুনহস, ডগলাস সান্তোস, জেকা, উইলিয়ান।
মিডফিল্ডার্স: রাফিনহা, রদ্রিগো দৌরাদো, ফ্রেড, থিয়াগো মাইয়া, ফেলিপে অ্যান্ডারসন।
ফরোয়ার্ডস: নেইমার, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল বারবোজা, গ্যাব্রিয়েল জিসাস, লুয়ান।