পুত্র গাছ কাটতে নিষেধ করায় সিলেটে পিতাকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে গ্রামের আব্দুল করিম খান তার ছেলে রাহেল আহমদকে গাছ কাটতে নিষেধ করেন। এ নিয়ে পিতা ও পুত্রের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে।
এক পর্যায়ে রাহেল তার পিতাকে হাতে থাকা কোদাল ও দা দিয়ে আঘাত করলে আব্দুল করিম খান ঘটনাস্থলেই মারা যান।
ঘটনায় গুরুতর আহত মা মিনারা বেগমকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ঘাতক পুত্র রাহেলকে আটক করতে এলাকার লোকজন এগিয়ে এলেও তাদেরকে আঘাত করে সে পালিয়ে যায়।