চট্টগ্রাম : মেট্টোপলিটন পুলিশ-এর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, পিপিএম-এর সাথে তাঁর কার্যালয়ে মতবিনিয় করেছেন বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি বিজেএমইএ প্রথম সহ-সভাপতি জনাব মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) -এর নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধি দল চট্টগ্রামস্থ তৈরী পোশাক শিল্পের সার্বিক নিরাপত্তা বিষয়ে।
বিজিএমইএ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক সর্বজনাব আ.ন.ম. সাইফ উদ্দিন, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, সৈয়দ মোহাম্মদ তানভীর, মোহাম্মদ সাইফ উল্যাহ্ মনসুর, আমজাদ হোসেন চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও বিজিএমইএ’র চট্টগ্রামের আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব এরশাদ উল্ল্যাহ প্রমুখ।
এ’সময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাইনুল হাসান এবং উপ পুলিশ কমিশনারগণ, শিল্প পুলিশের পরিচালক ও সহকারী পুলিশ কমিশনারগণ, র্যাব এবং গোয়ান্দা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) চট্টগ্রামস্থ তৈরী পোশাকশিল্পে আইন-শৃঙ্খলা ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে বিজিএমইএ-কে সবসময় সহযোগিতা প্রদান করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রামের তৈরী পোশাক শিল্পে ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের অব্যহত সহযোগিতা কামনা করেন তিনি।
সিএমপি কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, পিপিএম চট্টগ্রামে তৈরী পোশাকশিল্পে বিরাজমান শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বিজিএমইএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং এ’ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বিজিএমইএ পরিচালক জনাব আ.ন.ম সাইফুদ্দিন এবং প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও বিজিএমইএ’র চট্টগ্রামের আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব এরশাদ উল্ল্যাহ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব দেবদাস ভট্টাচার্য্য এবং শিল্প পুলিশের পরিচালক প্রমুখ।