স্বামী ঘুমন্ত স্ত্রীর মুখে এসিড ছুড়ে ঝলসে দিয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে। ওই গৃহবধূর নাম শানু খাতুন (২১)। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনার পর স্থানীয়রা স্বামী মোতালেব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান, দুই বছর আগে মোতালেব হোসেন আমসাড়া গ্রামের আশরাফ আলী প্রামানিকের মেয়ে শানু খাতুনকে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ অবস্থায় শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে স্বামী মোতালেব। এ সময় শানুর আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, মোতালেব থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আরেফিন সবুজ জানান, আহত শানুর মুখ মন্ডলের অধিকাংশ ঝলছে গেছে। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।