চট্টগ্রাম : আদালত আবদুর রহমান বদি (এমপি) সংসদ সদস্য কক্সবাজার -৪ আসনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২০ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। শুনানির সময় বদি নিজেকে নির্দোষ দাবি করেন এবং এ মামলায় লিখিত বক্তব্য দাখিল করবেন বলে জানান।
দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে মামলা করেন।
পরে ২০১৫ সালের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।