ঢাকা : বিশ্বের সবচেয়ে বড় হীরা নিলামে উঠছে । বুধবারই লন্ডনে নিলামে তোলা হবে। এক হাজার ১০৯ ক্যারাটের এই হীরকখণ্ডটি আকারে একটি টেনিস বলের সমান।
গত বছর বোতসোয়ানার এক খনিতে এটি পাওয়া যায়। বিশ্বে এতবড় হীরা এর আগে কখনো নিলামে তোলা হয়নি। ওজন প্রায় ১,১০৯ ক্যারাট। নিলামে এটির দাম সাত কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে বিক্রির অর্থ থেকে ষাট শতাংশ পাবে বোতসোয়ানার সরকার।