ঢাকা :এক সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে সাভারের আশুলিয়ায় । এসময় ডাকাত দল অস্ত্রেরমুখে নগদ ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় এ ডাকাতি হয়।
পুলিশ জানায়, রাতে সাবেক সেনাসদস্য শওকতের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এরপর ঘরে ডুকে পরিবারের চার সদস্যকে অস্ত্রেরমুখে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। এসময় বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের মূল্যবান আসবাবপত্র লুট করে পালিয়ে যায় ডাকাত দল। পরে ওই পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। স্থানীয় ক্লিনিকে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।