ঢাকা : দ্বিতীয় অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) খানা জরিপে এবার সর্বাধিক দুর্নীতিগ্রস্ত সেবা খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট খাত।
টিআইবির সপ্তম খানা জরিপে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।
সরকারি যেসব সেবা খাত রয়েছে, এর কোনগুলোতে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছে, সে বিষয়ে একটি জাতীয় জরিপ চালায় টিআইবি। ২০১৫ সালে প্রায় ১৫ হাজার খানা বা পরিবারের ওপর জরিপ চালিয়ে টিআইবি দেখেছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি, অর্থাৎ ৭৭ দশমিক ৭ শতাংশ মানুষকে দুর্নীতির শিকার হতে হয়েছে।
এর পরই ৭৪ দশমিক ৬ শতাংশ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে দুর্নীতির শিকার হয়েছেন। তারপর আছে শিক্ষা খাত।
এ ছাড়া বিআরটিএ, ভূমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, কর, গ্যাস, বিমা, ব্যাংকিং, এনজিও, বিটিসিএল ও ওয়াসার সেবা নিতে গিয়ে নাগরিকরা দুর্নীতির শিকার হচ্ছেন বলে জানিয়েছে টিআইবি।