yaba_118338চট্টগ্রাম : ৪০০ পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামের রাউজানে দুই মাদক চালানকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার নোয়াপাড়াস্থ শেখ কামাল কমপ্লেক্সের সামনে থেকে সিএনজি চালিত আটোরিকশা তাদের আটক করা হয়।

তারা হলেন- ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ হোসেন (৩৮) অন্যজন রাঙ্গুনিয়া উপজেলার মো. নাছির(৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শেখ জাবেদের নেতৃত্বে শেখ কামাল কমপ্লেক্সের সামনে সিএনজি চালিত আটোরিকশাতে তল্লাশি চালানো হয়। এসময় ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো এ যাবৎ কালের সবচেয়ে বড় চালান। রাউজান থেকে মাদক নির্মূল করতে আমাদের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত এই দুই মাদক চালানকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031