গোটা বিশ্ব করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে । এর মধ্যেই রাশিয়ায় ৭.৫ মাত্রা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভূমিকম্পের পর সুনামী সতর্কতা জারির কিছুক্ষণ পর সতর্কতা তুলে নেয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বুধবার দেশটির কুড়িল দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। এর ফলে সুনামি হতে পারে।
তারা জানিয়েছে, জাপান শহর সাপ্পোরো থেকে উত্তর-পূর্বে প্রায় ১৪০০ কিলোমিটার দূরে এবং ৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র প্রাথমিকভাবে জানিয়েছিল যে ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি তরঙ্গ তৈরি হতে পারে। পরে তারা জানায় যে, ভূমিকম্পের ফলে কম তরঙ্গ তৈরি হয়েছে এবং কোনো হুমকি নেই।