চট্টগ্রাম : দুইজন নিহত হয়েছে মিরসরাইয়ে দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাদামতলী এলাকার দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিনি ট্রাকের চালক কামাল হোসেন (৩৫) ও হেলাপার আবদুল মান্নান (৩৫)। নিহত দুই জনের বাড়ি সীতাকুন্ড উপজেলার এয়াকুব নগর গ্রামে।
জোরারগঞ্জ চৌধুরী হাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ঢাকামুখী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৫৪৮১) সাথে চট্টগ্রামমুখী মিনিট্রাকের (পিরোজপুর ন ১১-০১৪৫) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মিনিট্রাকের চালক কামাল হোসেন নিহত হয়। আহত অবস্থায় হেলপার আবদুল মান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সংঘর্ষ হওয়া ট্রাক দুইটির সাথে ধাক্কা খেয়ে ওষুধ কোম্পানী একটি মিনি কাভার্ডভ্যানও সড়কের পাশে উল্টে পড়ে। দুঘটনার শিকার গাড়ি তিনটি উদ্ধার করা হয়েছে। এসময় আরো ৪ জন আহত হয়। তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি।