চট্টগ্রাম : বিনামূল্যের স্কুলফিডিং (খাবার) অবাধে বিক্রি হচ্ছিল রিয়াজউদ্দিন বাজারে।সরকার এবং আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের অতি দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত অতি উচ্চ পুষ্টি গুণসম্পন্ন বিনামূল্যের স্কুলফিডিং (খাবার) অবাধে বিক্রি হচ্ছিল রিয়াজউদ্দিন বাজারে।
মঙ্গলবার সকালে রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে দেড় হাজার প্যাকেট খাবার জব্দ করা হয়। এ সময় বিক্রির সাথে জড়িত ৬ ব্যবসায়ীর প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ও হাসান বিন আলিসহ আর্মড ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক ফেরিওয়ালাকে এ খাবার বিক্রি করতে দেখে তার কাছ থেকে ৫০ প্যাকেট খাবার ক্রয় করি এবং ঠিকানা নিয়ে নিজেই দোকান চিনে এসে মঙ্গলবার আর্মড ব্যাটালিয়ন পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।
তিনি জানান, ঘটনায় জড়িত দ-প্রাপ্তরা জানিয়েছে, উত্তম নামের এক ব্যবসায়ী এ খাবারগুলো তাদের কাছে বিক্রি করেছে। উত্তমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে খুঁজে বের করবে প্রশাসন।
প্রসঙ্গত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে সোমবার নগরীর অন্যতম ওষুধের বাজার হাজারী গলিতে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা জরিমানা করেন।
অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে খাতুনগঞ্জের মীর আহমদ গ্রুপকে দ্বিতীয়বারের মতো ২২ লাখ টাকা জরিমানা ও মালিক মীর হারুনকে একমাসের কারাদ- দিয়েছেন।