চট্টগ্রাম : মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আগ্নিকান্ডের ধোঁয়ায় এক কর্মচারীর মৃত্যু হয়।নগরীর জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা শপিং মলে আগ্নিকান্ডের ধোঁয়ায় গুরুতর আহত হয়ে একটি দোকানের কর্মচারী নিহত হয়েছে।
নিহতের নাম মো.হাসান(২৮)।সে বরিশাল জেলার আব্দুল জব্বারের ছেলে।সে সেন্ট্রাল প্লাজার তিন তলায় একটি সুতার দোকানের কর্মচারী বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ুয়া সিটিজি নিউজকে জানান,সকাল থেকে সেন্ট্রাল প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দুপুর ১২টার দিকে ধোঁয়ায় গুরুতর আহত হয় কর্মচারী হাসান।
ফায়াার সার্ভিসের কর্মকর্তারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।