র্যাবের ভ্রাম্যমাণ আদালত দেশে করোনা প্রাদুর্ভাবের প্রভাবে পেঁয়াজ, রসুন বেশি দামে বিক্রির অপরাধে আড়তগুলোতে অভিযান চালিয়েছে । এসময় ২৬টি আড়ত মালিককে সাড়ে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সহযোগিতা করে র্যাব-১০ এর সদস্যরা।
সারওয়ার আলম ঢাকাটাইমসকে জানান, ১৯ মার্চ রাতে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিলো ২৮ থেকে ৩৫ টাকা দামে। পরদিন কোনো কারণ ছাড়া পাইকারি বাজারে দ্বিগুণ দামে বিক্রি শুরু হয়। খুচরা বাজারে তা বিক্রি হয় ৮০ টাকার উপরে। যা দেশের এই ক্রান্তিকালে বাড়বে ভাবা যায়নি।
সারওয়ার বলেন, ‘বেশি দামে পেয়াঁজ, রসুন, আদা ও আলুর মূ্ল্য বৃদ্ধির কারণে রাজধানীর শ্যামবাজারের ২৬টি আড়তে অভিযান চালানো হয়। বেশি দামে এসব নিত্য পণ্য বিক্রির অভিযোগে সাড়ে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আশা করা যায় এবার পেয়াঁজের ঝাঁঝ কমবে।
এর আগে শনিবার বেশি দামে পেঁয়াজ ও আলু বিক্রির অপরাধে যাত্রাবাড়ীর ৩১টি আড়ত এবং একটি হিমাগারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।