এক নারীর মৃত্যু হয়েছে করোনা সন্দেহে সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত । রোববার ভোরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, শুক্রবার লন্ডন ফেরত ষাটোর্ধ্ব ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইইডিসিআরের পক্ষ থেকে আজ তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিলো।
তিনি জানান, ওই নারী ৪ঠা মার্চ লন্ডন থেকে সিলেটে ফেরেন। তার মৃত্যুর পর পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি সত্যি সত্যি করোনা আক্রান্ত কী না সেটি পরীক্ষা করা হবে বলে জানান প্রেমানন্দ মন্ডল।
ওই নারীর বাড়ি নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায়।