অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে বির্তকের মুখে । একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন। আগামী ২৯শে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। যদিও কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |