ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রি, দোকানের সামনে মূল্য তালিকা না ঝুলানোর অপরাধে ২৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) । এরমধ্যে মিরপুরে ৬ জন, কারওয়ান বাজারে ৯ জন ও তেজগাঁও এলাকায় ৯ জনকে জরিমানা করা হয়।
শনিবার করপোরেশনের পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত দিনব্যাপী অভিযানে এ জরিমানা করে।
মিরপুর ১১ নম্বর বাজার, পল্লবী মসলিন বাজার এবং মিরপুর ১ নম্বর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যসায়ীকে জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। অভিযানকালে নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে চাল বিক্রি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় চারজন চাল ব্যবসায়ী ও ১ জন পেঁয়াজ ব্যাবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য মুচলেকা নেয়া হয়।
অন্যদিকে কারওয়ান বাজার ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৮ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত।
অভিযানে কারওয়ান বাজারের চালের বাজার, পেঁয়াজ, আদা, রসুন ও মসলা, আলু ও কাঁচাবাজারে অভিযান চালান হয়। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় ৯ জন ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করেন।
একই অপরাধে তেজগাঁও নাখালপাড়া এলাকার সমিতির বাজারের ৯ জন ব্যবসায়ীকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বাজারের সকলের মাস্ক ও গ্লাভস পরা এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ডিএনসিসির অঞ্চল ৪ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ দুটি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি দোকানে মূল্য তালিকা না থাকায় ও বেশি মূল্যে দ্রব্য বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।