২১ থেকে ৩১ মার্চ দশ দিন ক্লাবের সবধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে। করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১-৩১ মার্চ জাতীয় প্রেসক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেসক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য। আইইডিসিআর বলছে, সারাদেশে ২০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা সংক্রমনের পর থেকে বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রি বেড়েছে। সাধারণ মানুষ নিত্যপণ্য কিনে মজুদ করছে। বাজারে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে সরকার করোনা আতঙ্কে একসপ্তাহের বাজার করতে অনুৎসাহিত করছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের একসাথে প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রি না করতে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত নেয়।