করোনা ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে পাঁচ উপ-নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত এবং আদালতগুলোও কিছুদিন বন্ধের আহ্বান জানিয়েছে । আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করে জনগণের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে এই নির্বাচনগুলোকে আপাতত স্থগিত রাখবেন। এমনিতে ভোটার উপস্থিতি কম হয়। সে ক্ষেত্রে এই করোনা ভাইরাসের কারণে ভোটার উপস্থিতি আরও কম হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ৩০ বিচারক কোয়ারেন্টিনে চলে গেছেন। এটা পরিষ্কার আদালতগুলোতে এই ভাইরাসের সংক্রমণটা বেশি হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে, জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে, তাদের জীবনের কথা চিন্তা করে আদালতগুলো আপাতত কিছুদিন বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ।