চট্টগ্রাম : র্যাবের ভ্রাম্যমান আদালত চট্টগ্রাম মহানগরীর পাইকারী ঔষধের বাজার হাজারীগলিতে অভিযান চালিয়ে ৩০টি ঔষধের দোকানকে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করেছে ।
সোমবার দিনভর সেখানে অভিযান চালায় মোহাম্মদ সারওয়ার আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
অভিযানে অংশ নেয়া র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গির আলম জানিযেছেন, এসব ফার্মেসীতে নকল, মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়া গেছে।
কোন কোন ফার্মেসীতে আমদানী নিষিদ্ধ ঔষধ ও পাওয়া গেছে, উল্লেখ করেন তিনি।
মেজর জাহাঙ্গির আলম আরো বলেন, এই অভিযানে দুইজনকে তিনমাসের কারাদন্ড দেওয়া হয়েছে, কারাদন্ড প্রাপ্তরা প্রচূর পরিমান আমদিানি নিষিদ্ধ ও সরকারি ঔষধ মজুত করে রেখেছিলো।
অভিযানে নকল, ভেজাল ও অমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ করে সেগুলো ধ্বংস করার জন্য নিয়ে যাওয়া হয়।