বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাক করোনাভাইরাস দেশের কমিউনিটিতে সংক্রমিত হচ্ছে বলে ধারণা করছে । প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ আজ দুপুরে ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চীনের উহানে গত বছরের ডিসেম্বর মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। এরপর আজ পর্যন্ত বিশ্বের ১৬৪টি দেশে ছড়িয়েছে এই ভাইরাসের সংক্রমণ। বিশ্বস্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ লাখ ৮৪ হাজার ৯৭৬ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। মারা গেছে ৭ হাজার ৫২৯ জন।বাংলাদেশে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। একজনের মৃত্যু হয়েছে ।

আজ আসিফ সালেহ বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের কাজের সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যাক। সংস্থাটি তাদের মাঠপর্যায়ের কর্মীদের এ ভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে সম্পৃক্ত করেছে। আজ সকালে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সঙ্গে বিভিন্ন সংগঠনের একটি সেল গঠন করা হয়েছে। ব্র্যাক ওই সেলের সদস্য। সরকারের সঙ্গে বৈঠকের পরই আজ সংবাদ সম্মেলন করে ব্র্যাক।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031