1457_2_118160

চট্টগ্রাম: আজ সোমবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এই প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের  তথ্য জানান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন ঈদের আগেই চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই এই চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন। তিনি বলেন, দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে। এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেয়া সম্ভব হবে বলে আশা করছি।

ঢাকা-চট্টগ্রাম চারলেনের পাশাপাশি ময়মনসিংহ-জয়দেবপুর চার লেনের সড়কও একই সময়ে উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরপর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু করব।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031