বুধবার স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাদেক খান বলেন, মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। আজ যারা বিজয়ী হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী ও সুস্থ দেহ মনের অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রাস্টন হোসেন।