আওয়ামী লীগের চসিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আ.জ.ম. নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সমর্থন পাওয়া সাধারণ ওয়ার্ডে ৪১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন ছাড়া আওয়ামী লীগের দলীয় কোন প্রার্থী নেই বলে জানিয়েছেন । আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সদস্য সচিবের স্বাক্ষরযুক্ত তালিকায় উল্লেখিত ৫৫ জন কাউন্সিলর ছাড়া অন্য কেউ আওয়ামী লীগের প্রার্থী পরিচয় দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলার দায়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান দলের প্রেসিডিয়াম সদস্য ও চসিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
নগরীর ১৪ সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন-সংরক্ষিত ১ নম্বরে (ওয়ার্ড নম্বর ১, ২ ও ৩) আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সৈয়দা কাশপিয়া নাহরিন, সংরক্ষিত ওয়ার্ড-২ (ওয়ার্ড নম্বর ৪, ৫ ও ৬) এ আওয়ামী লীগে দলীয় সমর্থন পেয়েছেন বর্তমান কাউন্সিল জোবাইরা নার্গিস খান, সংরক্ষিত ওয়ার্ড-৩ (ওয়ার্ড নম্বর ৭ ও ৮) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, সংরক্ষিত ওয়ার্ড-৪ (ওয়ার্ড নম্বর ৯, ১০ ও ১৩) থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য তছলিমা বেগম নূরজাহান।
সংরক্ষিত ওয়ার্ড-৫ (ওয়ার্ড নম্বর ১৪, ১৫ ও ২১) থেকে মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেত্রী আঞ্জুমান আরা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-৬ (ওয়ার্ড নম্বর ১৭, ১৮, ১৯) থেকে মনোনয়ন পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিন আকতার রোজী,
সংরক্ষিত ওয়ার্ড-৭ (ওয়ার্ড নম্বর ১৬, ২০, ৩২) থেকে মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামীলীগ নেত্রী রুমকি সেনগুপ্ত।
সংরক্ষিত ওয়ার্ড-৮ (ওয়ার্ড নম্বর ২২, ৩০, ৩১) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর ও নগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নীলু নাগ।
সংরক্ষিত ওয়ার্ড-৯ (ওয়ার্ড নম্বর ১২, ২৩ ও ২৪) থেকে মনোনয়ন পেয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহেদা বেগম পপি।
সংরক্ষিত ওয়ার্ড-১০ (ওয়ার্ড নম্বর ১১, ২৫, ২৬) থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুরে আরা বেগম। সংরক্ষিত ওয়ার্ড-১১(ওয়ার্ড নম্বর ২৮, ২৯, ৩৬) থেকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌসি আকবর, সংরক্ষিত ওয়ার্ড-১২ (ওয়ার্ড নম্বর ২৭, ৩৭, ৩৮) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আফরোজা কালাম।
সংরক্ষিত ওয়ার্ড-১৩ (ওয়ার্ড নম্বর ৩৩, ৩৪, ৩৫) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী। সংরক্ষিত ওয়ার্ড-১৪ (ওয়ার্ড নম্বর ৩৯, ৪০, ৪১) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানুর বেগম। এদিকে নগরীর ৪১ সাধারণ ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থন পাওয়া দলীয় কাউন্সিলররা হলেন-১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম। ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর কফিল উদ্দিন খান, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো: সাইফুদ্দিন খালেদ, ৫ নম্বর মোহরা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. মোবারক আলী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগের আহ্বায়ক মো. নুরুল আমিন, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন নগর যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর সাইয়্যিদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হারুন অর রশিদ(তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন), ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নুরুল আলম, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর জামালখান ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর নাজমুল হক, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন নগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ চৌধুরী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আব্দুস সালাম, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর জহরলাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পুলক খাস্তগীর, ৩৫ নম্বর বঙিরহাট ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী।
নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়, বর্তমান কাউন্সিলরদের মধ্যে যারা এবার দলীয় মনোনয়ন পাননি তাদের মধ্যে শুধুমাত্র মোহাম্মদ হোসেন হিরণ ছাড়া সকলেই নির্বাচন করছেন বিদ্রোহী হিসেবে। এছাড়াও আরো অনেক বিদ্রোহী নির্বাচনী মাঠে রয়েছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |