এক শিশু জামালপুর সদরের রশিদপুরে ধর্ষণের শিকার হয়েছেন । ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত নিজাম উদ্দিন। বুধবার সকালে মেয়েটির নানি সালেহা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বলে জানান নারায়ণপুর তদন্ত বিভাগের উপ-পরিদর্শক আলীম।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ২য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটির মা ঢাকায় অন্যের বাসায় কাজ করায় নিজ বাড়িতে নানির সঙ্গে থাকত। গত ৮ মার্চ বিকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজাম উদ্দিনের মুদির দোকানে যায় শিশুটি। এসময় তাকে চকলেট ও আচারের লোভ দেখিয়ে দোকানের পাশে রশিদপুর ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ধর্ষণ করে নিজাম উদ্দিন। ধর্ষণের পর শিশুটিকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য বলে মেরে ফেলার হুমকি দেয় নিজাম।
১০ মার্চ রাতে ঘটনাটি জানাজানি হলে বুধবার দুপুরে এলাকাবাসীরা শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক সানজিদা ইসলাম জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।