ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় হবিগঞ্জের মাধবপুরে । আটক নারী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের শরীক্কাহাটির আবুল কাশেমের স্ত্রী মনোয়ারা বেগম।
থানার পরিদর্শক (এসআই) রাহাত খাঁন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার শরীর থেকে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহম্মেদ জানান, আটক মনোয়ারা বেগমের বিরুদ্ধে ভৈরব থানার ৪টি ও নরসিংদী শিবপুর মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।