ঢাকা : লাদেনের ৬ জন স্ত্রী,সন্তান ২০ জন একজন পুরুষের অনেকগুলো স্ত্রী থাকার যে তত্ত্ব চালু করেছেন একটি নতুন বই ‘দ্য মাইন্ড অব এ টেরোরিস্ট’-এ এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বইটি লিখেছেন সাংবাদিক কারে সোরেনসেন। এতে বলা হয়েছে ওসামা বিন লাদেনের পিতা মোহাম্মদ বিন লাদেনের ছিলেন ২২ জন স্ত্রী। এ সম্পর্কে তার ছিল কমপক্ষে ৫৪ জন সন্তান। তার মধ্যে ওসামা বিন লাদেন যখন কলেজে পড়া শুরু করেন তখন তিনি ও অন্য এক বন্ধু সিদ্ধান্ত নেন যে, তারাও অনেকগুলো বিয়ে করবেন। তাদেরও থাকবে একটি বিশাল পরিবার। এ সিদ্ধান্ত অনুযায়ী ওসামা বিন লাদেনের ছিল ৬ জন স্ত্রী। সন্তান ২০ জন। ওই বইয়ে বলা হয়েছে, লাদেন পরে একটি তত্ত্ব দাঁড় করান যে একজন পুরুষ বেশ কয়েকজন নারীকে বিয়ে করতে পারবেন। ওই বইয়ের লেখক লিখেছেন, লাদেনের এই চিন্তাচেতনার সঙ্গে একমত পোষণ করেন ডেভিড হ্যাডলি। হ্যাডলি নিজেও নারীদের ভালবাসেন। তার জীবনেও অনেকগুলো নারী ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |