গতকাল রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি। পুলিশ জানায়, মারিয়াজ ইতিপূর্বেও মাদকসহ আটক হয়েছিলেন। ঝালকাঠিতে ২২ পিস ইয়াবাসহ যুবলীগকর্মী মাদক ব্যবসায়ী মারিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। যুবলীগ কর্মীর পরিচয়ের আড়ালে তিনি এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
একটি সুত্র জানিয়েছে, মারিয়াজের সঙ্গে মাদক ব্যাবসায় কয়েকজন যুবলীগের নেতা ও কর্মী প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। এমনকি প্রায় সময়ই মারিয়াজের এলাকায় যুবলীগের লোকজনকে গোপন বৈঠক করতে দেখা গেছে।
সুত্র জানায়, কিছুদিন আগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ যুবলীগ নেতা মিলন আটক হন।
সেই মিলনের সহযোগী ছিলেন মারিয়াজ। এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, আটক মারিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা আছে।