বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে । সোমবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন মোহাম্মদ ইউনুস ও তার ছেলে মোহাম্মদ রাসেল।
আলমগীর হোসেন জানান, বিকালে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি বিমানে তারা
ঢাকায় আসেন। বিমানবন্দরের বহির্গামী গেট দিয়ে বের হবার সময় তাদের চলাফেরা
সন্দেহজনক হলে আটক করা হয়। পরে পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে।
ইউনুসের পায়ুপথ থেকে ১৮৫০ পিস এবং রাসেলের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা
বের করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, টেকনাফের জাবেদ নামে এক ব্যাক্তি তাদের এই ইয়াবা দিয়েছেন। ঢাকায় ইয়াবা আনার জন্য ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন তারা। জব্দ করা ইয়াবার দাম প্রায় সাড়ে আট লাখ টাকা। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।