গাছ পড়ে স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত হয়েছেন সাভারের ধামরাইয়ে ইজিবাইকের ওপর ।
গতকাল দুপুরে কালামপুর মির্জাপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতেরা সকলেই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন।
এলাকাবাসী জানায়, বালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরো এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা দেয়া হবে বলে মাইকিং করা হয়। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন বাইচাইল গ্রামের জাহানারা, তার স্বামী নুরুল ইসলামসহ অনেকে। পথিমধ্যে বাস্তা মেলগেট পৌঁছালে সড়কে ঠিকাদারের কাটা বড় একটি গাছ ওই ইজিবাইকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাইচাইল গ্রামের জাহানারা (৬২) ও তার স্বামী নুরুল ইসলাম (৬৮),কামারপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী বোবা (৩৪), তেলিগ্রাম এলাকার মহনের স্ত্রী আয়েশা (৬০) রমজান মিয়ার স্ত্রী মাজেদা (৫৫) মারা যান। গুরুতর আহত হন তেলিগ্রাম এলাকার হোসেন আলীর স্ত্রী শেফালী (৫৫), নিহত জাহানারার নাতি আব্দুল্লাহ (৬) ও ইজিবাইক চালক মীর হোসেন (২২)। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আঞ্চলিক এ সড়কে কোন রকম নিরাপত্তার বলয় ও সাইন বোর্ড ছাড়াই সড়কের গাছগুলো কাটা হচ্ছে। এ মর্মান্তিক দুঘর্টনার জন্য সড়ক ও জনপদ বিভাগ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান দায়ী। এ ব্যাপারে সড়ক ও জনপদ থেকে গাছ টেন্ডার নেয়া ব্যক্তি হাসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তর সাইদুর রহমান জানান, এঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।