চট্টগ্রাম : ২ লাখ পিস ইয়াবা আনোয়ারা দক্ষিণ-পূর্ব এলাকার গহিরা থেকে পরিত্যক্ত অবস্থায় কোস্টগার্ড উদ্ধার করেছে।
রোববার (২৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ইয়াবা উদ্ধার করা হয়।অভিযান নেতৃত্ব দেন লে.কর্ণেল ফরহাদ সরকার।
কোস্টগার্ডের অপারেশন পরিচালক লে.ডিকসন চৌধুরী সিটিজি নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য গেলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ২ লাখ পিস ইয়াবা ফেলে দুই যুবক পালিয়ে যায়।পরে কোস্টগার্ডের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে।