ঢাকা : পাকিস্তানের ‘মুন সাইটিং’ কমিটি থেকেও বাদ পড়েছেন মুফতি আবদুল কাভি নামের ওই ধর্মগুরু।বিতর্কিত পাক মডেল কান্দিল বালোচের সঙ্গে সেলফি তোলায় এক মুসলিম ধর্মগুরুকে বরখাস্ত করা হয়েছে।
রমজান মাসে ‘মুন সাইটিং’ কমিটি চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা করেন। ওই কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন মুফতি আবদুল কাভি। তিনি পাকিস্তানের মুখ্য বিরোধী রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ থেকেও বাদ পড়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে মুফতির টুপি পরেছেন পাক মডেল কান্দিল। আর ফোনে কথা বলছেন ধর্মগুরু। সে সময় সেলফি তুলেছেন কান্দিল। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সেলফি সম্পর্কে কান্দিল বলেন, ‘মুফতি কী করে নিজেকে ইসলামের অভিভাবক বলেন? উনি তো ইসলামের নামে কলঙ্ক। উনি অনুরাগীদের সামনে এক রকম, আলাদা থাকলে অন্য রকম। একটি টিভি শো-এর প্যানেলে আমাদের আলাপ হয়েছিল। সেখানে মুফতি আলাদা করে আমার ফোন নম্বর চেয়েছিলেন। আমার সঙ্গে একেবারেই সম্মানজনক ব্যবহার করেননি। যার ফলে লোকটাকে আমি এক্সপোজ করতে চেয়েছিলাম।’