জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলন করে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
দলীয় হাইকমান্ডের নির্দেশনায় মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে সোলায়মান আলম শেঠ সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে সোলায়মান আলম শেঠ বলেন, ‘জাতীয় পার্টির হাইকমান্ড আমাকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। তাই দলীয় সিদ্ধান্ত মেনে মেয়র পদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। দাপ্তরিকভাবে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।’