প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে নির্বাচিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দল। নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- মীর মোহাম্মদ নাসির উদ্দীন, রোজী কবির, গোলাম আকবর খন্দকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান শামীম, এ এম নাজিমউদ্দীন, আবু সুফিয়ান, আবুল হোসেন বক্কর।
সর্বশেষ আব্দুল্লাহ আল নোমানকে প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেয়া হয়।