সর্বমোট ৫৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন এদের চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মধ্যে একজন মেয়রপ্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর ৫০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন ২ জন । । এরপর ভোটের লড়াইয়ে এখন আছেন মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৬ জন।
রোববার (৮ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিনে সর্বমোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। যার মধ্যে মেয়র পদে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ রয়েছেন।
এখন ভোটের লড়াইয়ে থাকা বাকি ৬ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।
প্রসঙ্গত, সোমবার ( ৯ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নিজেদের প্রচারণায় নামতে পারবেন।