সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ ৫১ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন।
সকালে চট্টগ্রামের পতেঙ্গায় টানেলের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, আগামী ২০২২ সালের মধ্যে টানেলের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী নিয়ে চিন্তার কোন কারণ নেই জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সমস্যা এখানকার নেতাদের সমাধান করতে হবে।
খুব শীঘ্রই কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি। এর আগে মন্ত্রী কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ পরিদর্শন করেন।