ঢাকা : এক ব্যক্তি নিহত ১০ জন আহত প্রধানমন্ত্রীর উপহার দেওয়া গোপালগঞ্জে কলেজবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মাসুদ খলিফা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুরে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর দেওয়া কলেজ বাস নিয়ে বঙ্গভবন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। রাত ৯টার দিকে বাসটি ওই স্থানে গেলে মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মেরামতের জন্য ট্রাকের নিচে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হনওই কলেজের অধ্যক্ষ ও ছাত্রসহ কমপক্ষে ১০ জন।
গুরুতর আহত ব্যক্তিদের দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বাকিদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।