বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে রাজধানীর কামরাঙ্গীচরের বড়গ্রাম এলাকায় । সাত বছর বয়সী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওই শিশুটির পরিবার জানায়, প্রতিবন্ধী শিশুটি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরে একটি টিনসেট বাড়িতে ভাড়া থাকত। শুক্রবার রাত আটটার দিকে মেয়েটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা রাত দুইটার দিকে বাড়ি কাছে একটি স্থানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সে সময় শিশুটি কাঁদছিল। পরে পরিবারের সদস্যরা রাত পৌনে তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত এবিএম মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিনা। তবে খোঁজ নেওয়ার জন্য লোক পাঠাচ্ছি।