আত্মহত্যা করেছেন বরিশালে হৃদয় চন্দ্র সাহা (২১) নামে পুলিশের এক কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে । শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয়তলা ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেন তিনি আত্মহত্যার করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হৃদয় চন্দ্র সাহা ভোলার বোরহানউদ্দিন উপজেলার সুকণ্ঠ সাহার ছেলে। দুই বছর তিন মাস আগে তিনি চাকরিতে যোগ দেন। পুলিশ জানিয়েছে, নিহত হৃদয়ের মানিব্যাগে পাওয়া এক মেয়ের ছবি দেখে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ কর্মকর্তা নাইমুল বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় সাহার ডিউটি ছিল ব্যারাক ভবনে। সকালের কোনো একসময় তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন। সহকর্মীরা খুঁজতে গিয়ে ছাদে তার লাশ দেখতে পান।
হৃদয় তার বাবা ও ভাইকে দুটি চিঠি লিখে গেছেন। সেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি উল্লেখ করেছেন। চিঠি দুটি তার পকেট থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মেয়ের ছবি পাওয়া গেছে তার মানিব্যাগে। ধারণা করা হচ্ছে তার আত্মহত্যার পেছনে প্রেমসংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে।