ঢাকা :রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ জঙ্গিদের ক্লোন এমন মন্তব্য বলেছেন, হত্যা আর রক্তপাত হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি। কারণ তারা গণতন্ত্র বোঝে না। জঙ্গিরা যেমন মানুষকে কুপিয়ে হত্যা করে। মানুষের সহায়-সম্বল লুট করে নেয়। আওয়ামী লীগও একই কাজ করে।
শনিবার সন্ধ্যায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ বিচিত্রা অনুষ্ঠানের স্থানে পরিণত হয়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন, জাতীয় সংসদে মানুষের অভাব-অভিযোগ ওঠার কথা। উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্য দিয়ে সেখানে সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা হবে। কিন্তু সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আওয়ামী লীগ নেতারা খোশগল্প করে সেখানে সময় কাটান।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, যুবদলের আহ্বায়ক মহসিন হুসাইন বিদ্যুৎ।