খুলে দেওয়া হয়েছে সৌদি আরবের মক্কা অবস্থিত মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী । পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর শুক্রবার মসজিদ দুটি খুলে দেওয়া হয়।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িক বন্ধ করা হয়েছিল।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া এ তথ্য জানিয়েছে। তবে হজ বা ওমরাহ পালনকারীরা মসজিদ দু’টিতে এখনই ঢুকতে পারবেন কি-না, তা স্পষ্ট করেনি আল-এখবারিয়া।

এর আগে গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ধোঁয়া-মোছা কাজের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল মসজিদ দুটি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031