lan_117938

ঢাকা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সরকার দেশের সকল গৃহহীনকে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন । তিনি বলেছেন, দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। শুধু ঘর নয়, গৃহহীনদের আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন ঘটানো হবে।

শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী বাংলা হিলির পালি বটতলী এলাকায় গুচ্ছগ্রাম-১-এ ৩০টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সারাদেশের গৃহহীনদের জন্য আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করছে। দেশে পর্যাপ্ত খাস জমি রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিষ্কণ্টক খাস জমি যেটুকু আছে আগে দ্রুত সেগুলো বের করুন। খাস জমির সঠিক তথ্য দিতে কেউ যদি গড়িমসি করলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শামছুর রহমান বলেন, চলতি ২০১৬ সালে অন্তত ৮০০ গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হবে। প্রতিটি গুচ্ছগ্রামে বিদ্যুতের আলো দেয়া হবে।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের ১ কোটি ১০ লাখ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্থায়ী দারিদ্র্যমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মন-প্রাণ দিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গুচ্ছগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- দিনাজপুর-৬ আসনের এম.পি. শিবলী সাদিক, গুচ্ছগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নূরুল আমিন সরকার, আরপিডি এএসএম আবু হোরায়রা, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031