সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম গণহত্যা, ঘর-বাড়ি উচ্ছেদ, মসজিদ ভাঙচুর, বসতঘরে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিক্ষোভ ও সমাবেশকালে পুলিশের সাথে মুসল্লিদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িরচর ইউনিয়নের চৌমুহনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ও মুসল্লিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাতিয়ার চৌমুহনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে স্থানীয় মুসল্লিরা। মিছিল শেষে মুসল্লিরা চৌমুহনী বাজারের সড়কের উপর এসে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে স্থানীয় মুসল্লিদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে হাতিয়া থানা পুলিশের এক এসআই’সহ চার পুলিশ সদস্য এবং আট মুসল্লি আহত হয়। মুসল্লিদের ইটের আঘাতে পুলিশের ব্যবহৃত ভাড়া একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে অন্তত ৮ মুসল্লিকে আটক করেছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয় মুসল্লিরা মোদিবিরোধী একটি বিক্ষোভ মিছিল করার পর সড়ক দখল করে সমাবেশ করার চেষ্টা করে। পরে তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বললে পুলিশে ওপর হামলা করে তারা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031