ঢাকা : মোসা. ইয়াসমিন নামে গার্মেন্টকর্মী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে সাভারে আশুলিয়ায় পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন এই গার্মেন্টকর্মীর স্বামী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে জামগড়ার গফুর ম-ল স্কুল সংলগ্ন চাঁন মিয়ার ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের খালাতো ভাই মাহবুব আলম অভিযোগ করে বলেন, দাম্পত্য কলহের জেরেই ইয়াসমিনকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়েছে তার স্বামী জুয়েল প্রামাণিক। কারণ নিহতের গলায় নখ ও আঙ্গুলের কালো দাগ রয়েছে বলে জানায় সে।
পলাতক জুয়েল প্রামাণিক বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চাঁদবাড়ী গ্রামের শইমউদ্দিন প্রামাণিকের ছেলে। নিহত ইয়াসমিন পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার টুকরাপাসা এলাকার হামিদুল ইসলামের মেয়ে। সে স্টারলিং ক্রিয়েশন কারখানায় অপারেটর পদে কাজ করতো।
বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া আছমা বেগম ও বাড়ির মালিক রেখা আক্তার জানান, গত এক মাস আগে তাদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় ঐ দম্পতি। এরপর মাঝে মধ্যেই কলহের জেরে জুয়েল তার স্ত্রী ইয়াসমিনকে মারধর করত।
গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া বাধে। পরে আজ দুপুর পর্যন্ত তাদের দেখতে না পেয়ে কক্ষের ভেতর ঢুকে ইয়াসমিনের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই হত্যার ব্যাপারে জানা যাবে বলে জানান তিনি।