ঢাকা : নেইমার বর্তমান বিশ্বের তারকা ফুটবলারদের একজন। কিন্তু নেইমারকে ছাড়াই কোপা আমেরিকার দল ঘোষণা করে ব্রাজিল কোচ। সেক্ষেত্রে খুব একটা দূর যেতে পারেনি ক্যানারিনিয়োরা।
সবাই যখন ইউরো আর কোপার উন্মাদনায় ব্যস্ত। ঠিক তখন নেইমার কি করছেন জানেন?
কখনও বন্ধুদের নিয়ে ভ্রমণ। আবার খানিকটা সময় গান শোনা। কিংবা ফুটবল নিয়ে নানা রকম টিকস দেখানো। কিছুতেই যেন নিজেকে বিশ্রাম দিতে রাজি নন নেইমার। মাঝে মধ্যে ব্যক্তিগত গাড়িতে চেপে দূরে কোথায়ও হারিয়ে যাওয়া বা ছুটিয়ে আড্ডা দেয়া। এসব করেই নিজের সময়টাকে বেশ রাঙ্গিয়ে রাখছেন ব্রাজিল দলনেতা।
নিজের ক্লাব সতীর্থ লিওনেল মেসি যেখানে দুনিয়ার তাবড় তাবড় ফুটবল তারকাদের টপকে একের পর এক গোল আর রেকর্ড করে যাচ্ছেন। নেইমার সেখানে ছুটিয়ে সময় কাটাচ্ছেন। বেশ আনন্দেই পার করছেন অবসর সময়গুলো। সেই সময়ের মধুর মুহূর্তগুলো আবার ফ্রেমে বন্দী করে শেয়ার করছেন ভক্তদের সঙ্গেও।